বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দ্বাদশ দিনে এসেছে ৮৯টি বই

দ্বিতীয় সপ্তাহে প্রাণচঞ্চল বইমেলা

কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার পেলেন কবি আল মুজাহিদী, সৈয়দ ওয়ালিউলস্নাহ্‌ সাহিত্য পুরস্কার যৌথভাবে পেয়েছেন অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা
যাযাদি রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দ্বিতীয় সপ্তাহে প্রাণচঞ্চল বইমেলা
বুধবার প্রাণবন্ত বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের একাংশ -ফোকাস বাংলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার দ্বিতীয় সপ্তাহে প্রতিদিনই ভিড় বাড়ছে। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজছেন দর্শনার্থীরা। পাতা ওল্টাচ্ছেন, পছন্দ হলেই কিনে ফেলছেন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের সমাগমে প্রাণ ফিরেছে বইমেলায়। বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। মুখে হাসি ফুটেছে তাদেরও। এবারের বইমেলায় আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম নতুন মাত্রা যোগ করেছে। বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ১১ দিনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে ৭২০ জনকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা দেওয়া হয়েছে। এদিকে বাংলা একাডেমি জানিয়েছে মেলার দ্বাদশ দিনে প্রকাশিত হয়েছে ৮৯টি নতুন বই। এছাড়া ঘোষণা করা হয়েছে কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার ২০২৫ ও সৈয়দ ওয়ালিউলস্নাহ্‌ সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। কবি আল মুজাহিদী এবং যৌথভাবে অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা এই পুরস্কার অর্জন করেছেন।

এদিকে প্রকাশকরা বলছেন, প্রকৃতপক্ষেই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়েছে বইমেলা। বিকাল হলেই সবার যেন একটাই গন্তব্য-বইমেলা। সেখানে শেষ সময় পর্যন্ত সবাই আড্ডা দেওয়া, সাহিত্যের আলোচনা আর বইকে ঘিরে নানা মুখরোচক আলোচনায় মেতে উঠছেন। অন্যদিকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল নতুন বইয়ের খবরাখবর জানানোর পাপাপাশি প্রচার করছেন লেখকদের সাক্ষাৎকার। বস্নগার, ইউটিউবাররাও প্রতিদিনই বইমেলায় আসছেন। বইয়ের রিভিউয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন বইমেলার খবরাখবর।

বাঙালি প্রকাশিনীর সত্ত্বাধিকারী আরিফ নজরুল জানান, দ্বিতীয় সপ্তাহে এসে মেলায় ছন্দ ফিরেছে। প্রতিদিনই পাঠক আসছেন। তারা বই দেখছেন। ঘুরেফিরে সময় কাটাচ্ছেন। অনেকে বই কিনছেন। এখন প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে।

তবে কেউ কেউ মনে করেন, বইমেলায় আয়োজনের তুলনায় বিক্রি কম। এটাই স্বাভাবিক যেখানে অনলাইন বিক্রির প্রধান মাধ্যম। আর হচ্ছে কানেকশন বিক্রি, প্রাতিষ্ঠানিক বিক্রি। এবারও বই বেশি বিক্রি হচ্ছে অনলাইন রকমারিসহ বিভিন্ন অনলাইন পস্ন্যাটফর্মে।

খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত বইমেলার ১১ দিনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে ৭২০ জনকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা দেওয়া হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম এবার অমর একুশে বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা গ্রহণে মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১১ ফেব্রম্নয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করেছেন।

একুশে বইমেলায় এ বছর প্রথমবারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত

সহায়তা প্রদান সংস্থা। এ সেবা প্রদানের জন্য সংস্থাটি এবার বইমেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করছেন লিগ্যাল এইড অফিসাররা।

সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদের বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য দিচ্ছেন।

মেলায় ৮৯টি নতুন বই প্রকাশের তথ্য উলেস্নখ করে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার ২০২৫ ও সৈয়দ ওয়ালিউলস্নাহ্‌ সাহিত্য পুরকার ২০২৪ ঘোষণা করা হয়েছে।

এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'স্স্নোগান:বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণঅভু্যত্থান' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী। সভাপতিত্ব করেন ফরহাদ মজহার।

এদিন লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ফয়েজ আলম এবং কবি সৈয়দ রনো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে