গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ০৯ ফেব্রম্নয়ারী ২০২৫ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ -এর নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-২-এর সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণকিত্তা ও খাগাইল,কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ৩টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। ১ম স্পট ব্রাহ্মণকিত্তা এলাকায় একটি নাম বিহীন খানাডুলি কারখানা যার হিটিং চেম্বার -০২টি, লোড -৪৫০ঘনফুট/ঘন্টা, ২য় স্পট খাগাইল এলাকায় নাম বিহীন খানাডুলি কারখানা যার হিটিং চেম্বার -০৪টি, লোড- ৫৫০ঘনফুট/ঘন্টা এবং ৩য় স্পট খাগাইল এলাকায় নাম বিহীন কেচি কারখানা যার ভাট্টী-০১টি, লোড -৮০০ ঘনফুট/ঘন্টা। উক্ত অভিযানে মোট ৩/৪ ইঞ্চি পাইপ ১৩০ ফুট, বুস্টার /কম্প্রেসার ৫টি, হোস পাইপ ুআনুমানিক -২৫০ ফুট, হিটিং চেম্বারের বানার বার্নার -৬সেট(বার বার্নার ৪০টি) জব্দ করা হয়। এছাড়া -১৮০০ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় এবং সাশ্রয়কৃত গ্যাসের মূল্য দৈনিক আনুমানিক ১৫,৮৫৬ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি