বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

থানার সামনে নাচের পর আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
থানার সামনে নাচের পর আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের ফটকে ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার নারীর নাম শিউলি বেগম (৪০)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের

মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আওয়ামী লীগ নেত্রী। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্ণীপুর মহলস্নায় বাস করেন।

বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শিউলি বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয়। তার পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি।

সোমবার বিকেলে শিউলি বেগমের একটি নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে বড়াইগ্রাম থানা ভবনের প্রধান ফটকের সামনে। সেখানে 'পুলিশ চোরের প্রেমে পড়েছে...' গানের তালে তালে তাকে নাচতে দেখা যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে