গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন ত্বরান্বিত করা প্রয়োজন -এরশাদ উলস্নাহ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
এরশাদ উলস্নাহ
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ বলেছেন, বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন। এ জন্য সবাইকে এক হয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। মঙ্গলবার বিকালে নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্রকাঠামো মেরামত' কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, 'বিএনপি সব সময় জনগণের সেবায় ছিল এবং ৩১ দফা কর্মসূচি সেই সেবার ধারাবাহিকতা, জনগণের অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা। ৩১ দফা বাস্তবায়নের জনগণের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজন।' ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন জামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন এবং মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপটি। এছাড়া, উপস্থিত ছিলেন মাহামুদ আলম পান্না, আবুল কালাম আহাদ সেলিম, কামাল পাসা নিজামি, মহসিন আলম চৌধুরী, জেসমিনা খানম, আঁখি সুলতানাসহ অন্য নেতাকর্মীরা।