পবিত্র আল কুরআন অর্থসহ পাঠ করে ও হৃদয়ঙ্গম করে এর বাণী পরিবারে, সমাজে ও পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইহকাল ও পরকাল হাসিল করার আহ্বানের মধ্য দিয়ে বঙ্গানুবাদকৃত 'আল কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান' এর আয়োজন করে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর ইসলামিক স্ট্যাডিজ বিভাগ। অনুষ্ঠানে গেস্ট স্পিকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমী লন্ডন-এর চেয়ারম্যান ড. হাফিজ মনির উদ্দীন আহমাদ, ইনোভা ট্রাইমস ও ডোনেট ফর গুড এর ডিরেক্টর মোহাম্মদ নুরুন্নবি, এসএমইউসিটি এর উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি এসএমইউসিটি এর ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ ইসহাকের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কুরআন বিতরণ করেন অনুষ্ঠানের গেস্ট স্পিকারসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি