চট্টগ্রামে অগ্নিকান্ডে স্বামী-স্ত্রীর মৃতু্য

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে ভয়াবহ অগ্নিকান্ডে স্বামী-স্ত্রীর মৃতু্য হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ছেলে-মেয়েসহ আরও তিন জনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। নিহতরা হলেন- মো. ইলিয়াছ (৫০) ও ফারভিন আক্তার (৪৫)। আহতরা হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরের চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম বলেন, 'নগরীর কোতোয়ালি থানাধীন ভলুয়ারদীঘির পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচটি কাঁচাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই পাঁচটি ঘর ও ঘরের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণে পাঁচ জন সদস্য ধোঁয়ায় দম বন্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিন জন হাসপাতালের বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।' তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।' চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, 'আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃতু্য হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা চলছে।'