আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ১৬ আসনের অন্তত ১০টি আসনের প্রতিনিধিত্ব নিজেদের দখলে নিতে চায় দলটি। এসব আসনে হেভিওয়েট নেতা চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া-লোহাগাড়া আসনের জন্য মনোনয়ন দিয়েছে দলটি। এছাড়া, বাকলিয়া-কোতোয়ালী আসনসহ তিনটি আসনে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চমক হিসেবে থাকছে জামায়াতের এই নির্বাচনের লড়াইয়ে। সুপ্রিম কোর্টের আইনজীবীও আছেন জামায়াত প্রার্থীদের ১৬ জনের এই তালিকায়। তাই জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি থেকে শুরু করে এই তালিকায় আছেন শিক্ষাবিদ, প্রকৌশলী ও দলটির দীর্ঘদিনের ত্যাগী নেতারাও। চট্টগ্রাম জামায়াতের এবারের প্রার্থী তালিকা অন্যান্য রাজনৈতিক দলের জন্যও বেশ 'ফ্যাক্টর' হবে বলে মনে করছে চট্টগ্রামের রাজনীতি সচেতনরা।
জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ ( সীতাকুন্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া). ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
সাবেক সহ-সম্পাদক। জামায়াতের এই আইনজীবী নেতা ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি। চট্টগ্রাম ২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি। আলোচিত সাবেক এই ছাত্রনেতা শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার উত্তর জেলা জামায়াতের আমির। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি। চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। পেশায় ব্যবসায়ী এই জামায়াত নেতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনি হাটহাজারী উপজেলা জামায়াতের আমির। চট্টগ্রাম-৬ আসনে মনোনীত শাহজাহান মঞ্জুর পেশায় ব্যবসায়ী। তিনি রাউজান উপজেলা জামায়াতের আমির। চট্টগ্রাম-৭ আসনে মনোনয়ন পাওয়া অধ্যক্ষ আমিরুজ্জামান উত্তর জেলা জামায়াতের সাবেক আমির। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য। চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ডা. আবু নাসের জামায়াত ঘরনার চিকিৎসক নেতা। তিনি ডাক্তাদের সংগঠন বিএমএ'র শীর্ষ নেতাও ছিলেন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর। পাশাপাশি তিনি চান্দগাঁওয়ের শমসের পাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান।
চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী চসিকের সাবেক কাউন্সিলর। তিনি বর্তমানে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৫ বছর সিটি করপোরেশনের অর্থনৈতিক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার লোকমান। তিনি এপিক গ্রম্নপের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার লোকমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি পতেঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক। চট্টগ্রাম-১৪ আসনের ডা. শাহাদৎ হোসাইন শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর। বিশিষ্ট এই চক্ষুরোগ বিশেষজ্ঞ চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি। চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী দুইবারের সাবেক এমপি ও হুইপ। একইসঙ্গে তিনি মহানগর জামায়াতের আমির। চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান।
চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুলস্নাহ বলেন, নির্বাচনী বোর্ড আছে। প্রার্থী তারাই চূড়ান্ত করেন। কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে দলটির সংসদীয় বোর্ডের সভার বিষয়ে বললেও প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেন, 'জামায়াতে ইসলামী খুবই শৃঙ্খলিত একটি সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় নেতারা মুখ খোলার আগে আমরা কোনো মন্তব্য করলে সেটা হবে আমানতের খেয়ানত। তবে হ্যা, গত ৫ ফেব্রম্নয়ারি সংসদীয় বোর্ডের সভা হয়েছিল।'