শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দশম দিনে নতুন বই ৮৪টি

প্রত্যাশা অনুযায়ী বাড়েনি বিক্রি

'মেলার শেষের দিকেই বিক্রি বাড়ে। এখন পাঠকরা আসছেন ঘুরছেন, বই নির্বাচন করছেন। কেউ ছবি তুলছেন'
যাযাদি রিপোর্ট
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রত্যাশা অনুযায়ী বাড়েনি বিক্রি
সোমবার মেলার দশম দিনে স্টলগুলোতে পছন্দের বই দেখছেন এক ক্রেতা -ফোকাস বাংলা

বাঙালির জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার দশম দিন অতিবাহিত হয়েছে সোমবার। বইপ্রেমীদের মনের খোরাক মেটাতে প্রতিদিনই মেলায় প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। দশম দিনে বইমেলায় নতুন ৮৪টি বই প্রকাশিত হয়েছে। এ নিয়ে ৯ দিনে মোট প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২-তে। সোমবার রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত বছরের জুলাই গণ-অভু্যত্থানের পর এ বছর দেশে এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। এই মেলার জন্য বছর ধরেই অপেক্ষায় থাকেন পাঠক ও প্রকাশকরা। এবারও আশার বুক বেঁধে ছিলেন বিক্রেতারা। কিন্তু বইমেলা শুরুর পর থেকেই নানা দাবিতে ঢাকা আন্দোলনমুখর হয়ে ওঠায় এর প্রভাব কিছুটা পড়েছে বইমেলায়। নানা শঙ্কায় ক্রেতা-দর্শনার্থী বইমেলায় আসতে পারছেন না।

প্রকাশকরা জানিয়েছেন মেলার শেষের দিকেই বিক্রি বাড়ে। এখন পাঠকরা আসছেন ঘুরছেন, বই নির্বাচন করছেন। কেউ ছবি তুলছেন। তবে সাধারণ স্টলগুলোর চেয়ে প্যাভেলিয়নগুলোতে বেশ ভালো বিক্রি হচ্ছে। দিন যাচ্ছে, পাঠকও বাড়ছে। প্রকাশকরা আশাবাদী, বসন্তের প্রথম দিন থেকেই বিক্রি বাড়বে বলে।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবার বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'ড. মনিরুজ্জামানের সময়রেখা: ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।

প্রবন্ধে প্রাবন্ধিক বলেন, 'ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের দুরূহ পথে কেবল সরলরৈখিকভাবেই পরিভ্রমণ করেননি, বরং নজর দিয়েছেন অতীতের ভাষিক নিরীক্ষায় এবং ভবিষ্যতের ভাষা-গবেষণার সুলুক সন্ধানে। প্রতিভার মৌলিকত্বে তিনি তার স্বকীয় অবস্থান নিশ্চিত করেছেন। ভাষাবিজ্ঞান বিষয়ে গভীর পান্ডিত্য এবং উপভাষা গবেষণায় অসামান্য অবদানের কারণে ভাষাবিজ্ঞানের জগতে যেমন তাঁর অবিস্মরণীয় খ্যাতি রয়েছে, তেমনি সুসাহিত্যিক ও সাহিত্য-বিশ্লেষক হিসেবেও বাংলা সাহিত্যজগতে তার নাম সুবিদিত। তিনি বাংলাদেশে অনুসৃত ভাষাবিজ্ঞানের যাবতীয় ধারাসমূহের বিন্যাস করেছেন, একইসঙ্গে তার রচনায় তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশমানতার ধারা প্রতিভাত হয়েছে।'

আলোচকদ্বয় বলেন, 'ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক চিন্তাধারার অধিকারী বিজ্ঞানমনস্ক একজন মানুষ। গবেষণার মাধ্যমে তিনি বাংলা উপভাষার উচ্চারণগত, ব্যাকরণগত এবং শব্দগত বৈচিত্র্য তুলে ধরেছেন। ভাষা গবেষণায় তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ ঘটিয়েছেন। তিনি উপভাষার অভ্যন্তরীণ রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন এবং উপভাষাকে উদার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।'

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনসুর মুসা বলেন, 'ড. মনিরুজ্জামান শৈশবকাল থেকেই বিভিন্ন উপভাষার সংস্পর্শে এসেছিলেন এবং একজন গবেষক হিসেবে ভাষাবিজ্ঞানের

বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন। তার মূল্যবান গবেষণা ভবিষ্যতের গবেষকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা জোগাবে।'

এদিন লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কুদরত-ই-হুদা এবং হিজল জোবায়ের।

এ ছাড়া ছিল নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'জীবন ও সাহিত্য: শাহেদ আলী' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন। সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে