রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে কালো রঙের একটি ব্যাগ থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল টিম এগুলো নিষ্ক্রিয় করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, 'আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো ব্যাগে ককটেলসদৃশ বস্তু রয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে এমন খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে ও বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।'
এদিকে,
\হডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে দুপুর ২টা ৫০ মিনিটে জানানো হয়েছে, ব্যাগটিতে তিনটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল টিম।'
এর আগে, ফার্মগেটে পাওয়া একটি কালো ব্যাগে ককটেল রয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লে সেখানকার ফুটপাতে উৎসুক জনতা ভিড় জমান।