মিরাজ হোসেনের দুই বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
এবারের অমর একুশে বইমেলায় লেখক, শিল্পোদ্যোক্তা এবং সমাজকর্মী এম মিরাজ হোসেনের 'আজব বাংলাদেশ' ও 'চিঠির আঁধারে' নামে দুটি বই প্রকাশিত হয়েছে। এর একটি ভ্রমণকাহিনী, অন্যটি উপন্যাস। বই দুটি প্রকাশ করেছে নওরোজ কিস্তাবিতান। শনিবার দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এম মিরাজ হোসেন ১৯৭৮ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি 'ইউনিভার্সিটি অব ওয়েলস' থেকে বিবিএ এবং 'সিটি অব লন্ডন কলেজ' থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির প্রতি গভীর আগ্রহ থাকলেও, আনুষ্ঠানিকভাবে সাহিত্যজগতে পদার্পণ করেন ভ্রমণকাহিনী 'হাওয়ায় ভেসে হাজার মাইল' বই প্রকাশের মাধ্যমে। এই বইটির সাফল্য তাকে সাহিত্যজগতে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'আপন নামা' প্রকাশিত হলে তা পাঠকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে অতি-প্রাকৃতিক ঘটনাবলির ওপর ভিত্তি করে লেখা 'ব্যাখ্যাতীত' প্রকাশিত হয়, যা বেশ জনপ্রিয় হওয়ায় পরে ইংরেজিতে গুংঃরপধষ নামে অনূদিত হয়। এরপর ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় উপন্যাস 'তবু ফুল ফুটুক', মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'একজন তারা মিয়া', রোমান্টিক উপন্যাস 'কভু কাছে কভু দূরে', থ্রিলার উপন্যাস 'অনিমন্ত্রিত অতিথি', এভারেস্ট বেসক্যাম্প জয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা 'মিশন এভারেস্ট বেসক্যাম্প' এবং ২০২৫ সালের বই মেলায় প্রকাশিত হয় আরেক উপন্যাস 'চিঠির আঁধারে'। তিনি কিছু বই সম্পাদনার কাজও করেছেন এবং জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত কলাম লেখেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 'ইন্দিরা গান্ধী স্বর্ণপদক', 'সেরা কথাসাহিত্যিক সম্মাননা ২০২৩', 'সেরা পান্ডুলিপি পুরস্কার' এবং 'মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড'সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন।