সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত 'ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫'। এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ১০ হাজার জন দৌড়বিদ অংশ নেবেন। এছাড়াও, বর্ণিত ম্যারাথনে ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য জঁহ ভড়ৎ ঁহরঃু, জঁহ ভড়ৎ যঁসধহরঃু, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কি.মি.), হাফ ম্যারাথন (২১.১ কিঃমিঃ), ১০ কি.মি. সাধারণ, ১০ কি.মি. প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি।
এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।
উলেস্নখ্য যে, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে। আইএসপিআর