মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুলাউড়ায় খাসিয়াদের হামলায় যুবক নিহত পরিস্থিতি থমথমে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুলাউড়ায় খাসিয়াদের হামলায় যুবক নিহত পরিস্থিতি থমথমে

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া সম্প্রদায়ের লোকজনের হামলায় আব্দুল করিম (৪৪) নামে এক ব্যক্তি হাসপাতালে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় উভয় সম্প্রদায়ের মধ্যে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

জানা যায়, বুধবার বিকালে উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকা নার্সারী পানপুঞ্জিতে আব্দুল করিমের (৪৪) ওপর হামলা চালায় খাসিয়ারা। সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃতু্য হয়। নিহত আব্দুল করিম কর্মধা ইউনিয়নের নলডরি গ্রামের হাজী হবিব উলস্নাহর ছেলে। এনিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও নিহতের ভাই আব্দুল

গফ্‌ফার বলেন, 'আব্দুল করিম বনবিভাগের সামাজিক বনায়নের একজন উপকারভোগী। পাহাড় জবরদখলকারী খাসিয়ারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার সামাজিক বনায়ন দেখে ফেরার পথে নার্সারী পানপুঞ্জির খাসিয়ারা তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে পাকনা মাথা (প্রচলিত এই নাম এলাকায় পরিচিত) ছেলের নেতৃত্বে ৪-৫ জন খাসিয়া যুবক দা দিয়ে পেছন থেকে আব্দুল করিমের উপর আক্রমণ চালায়। তাকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। নার্সারি পুঞ্জির মন্ত্রী ডিসি খাসিয়া কয়েকজন পান ব্যবসায়ীকে দিয়ে আব্দুল করিমকে পাহাড় থেকে বস্তি এলাকায় পাঠান।'

নিহতের ভাই আরও বলেন, 'খবর পেয়ে আমরা তাকে দ্রম্নত কুলাউড়া হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে আব্দুল করিম মারা যান। নিহত আব্দুল করিমের স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করি।'

সামাজিক বনায়নের অন্যান্য উপকারভোগীরা জানান, খাসিয়ারা পরিকল্পিকভাবে সামাজিক বনায়নের উপকারভোগীকে হত্যা করেছে। তারা চায় না কোন বাঙালি পাহাড়ে যাক। সামাজিক বনায়নের নামে কেউ যেন পাহাড়ে না যায়। এনিয়ে কর্মধায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, তিনি একটি মামলার স্বাক্ষী দিতে ঢাকায় অবস্থান করছেন। বনবিভাগের উপকারভোগীর মৃতু্যর ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে আমরা ঘটনাস্থল নার্সারী পুঞ্জিতে যাই। পুলিশ যাওয়ার খবর পেয়ে পুঞ্জির পুরুষ লোকেরা পাহাড়ে আত্মগোপন করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে