অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অনলাইন ডেস্ক
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হয়। উলেস্নখ্য, সেপ্টেম্বর ২০২৪ হতে ০৪ ফেব্রম্নয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭৮টি শিল্প, ১০০টি বাণিজ্যিক ও ২২,০৭২টি আবাসিকসহ মোট ২২,৩৫০টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫০,৫৭২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি