মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক বিতরণ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক বিতরণ
আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক বিতরণ

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাওরান বাজার ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে ঢাকা ওয়াসা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে নিম্ন-আয় এলাকার গ্রাহকদের জন্য 'আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২৫' বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. ফজলুর রহমান, অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুস সোবহান, (যুগ্মসচিব) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), ঢাকা ওয়াসা, মশিউর রহমান খান, সচিব, ঢাকা ওয়াসা, পার্থ হেফাজ সেখ, পরিচালক-প্রোগ্রাম এন্ড পলিসি এ্যাডভোকেসি, ওয়াটারএইড বাংলাদেশ এবং এম.এ হাকিম পরিচালক (ওয়াশ) দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বস্তিভিত্তিক সংগঠনের প্রতিনিধি ও আদর্শ গ্রাহকবৃন্দ। অনুষ্ঠানের উদ্দেশ্য প্রকল্প কার্যক্রম উপস্থাপন এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম লিড, ইউনির্ভাসেল এক্সেস বাবুল বালা। উক্ত অনুষ্ঠানে বস্তি এলাকায় পানি সরবরাহ কার্যক্রমকে গতিশীল করতে সমস্যা চিহ্নিত করা এবং উক্ত সমস্যাসমূহ সমাধানে করণীয় নির্ধারণ করার ওপর গুরুত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে