শিক্ষার্থীদের আন্দোলনে জাবিতে পোষ্যকোটা বাতিল

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

জাবি প্রতিনিধি
দীর্ঘদিনের পোষ্যকোটাবিরোধী আন্দোলন ও গত কয়েকদিনের গণঅনশনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্যকোটা সম্পূর্ণ বাতিলের ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বুধবার প্রথম প্রহরে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরী সভার আনুষ্ঠানিক সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় সকল ধরণের পোষ্যকোটা বাতিল ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান। যথাযথ রীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলন করায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আবেদন ও আন্দোলন করে আসছিলো, তারই প্রেক্ষিতে যেহেতু বিষয়টির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের স্বার্থ জড়িত তাদের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত সুবিবেচনার সহিত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের এ সকল বক্তব্যগুলো আমরা সর্বস্তরে থেকে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যাই এবং উক্ত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করা হয়।  এ ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত এক শিক্ষাথীর্রা বলেন, 'পোষ্য কোটাকে বাতিল ঘোষণা করায় উপাচার্য স্যারকে ধন্যবাদ। আমরা দীর্ঘ সাত ঘণ্টা ধরে এখানে অবস্থান করার ফল আমরা পেয়েছি। এইজন্য আমরা আনন্দিত।' উলেস্নখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরেও পোষ্যকোটা বাতিল না হওয়াই গত রবিবার ও সোমবার গণঅনশন পালন করে শিক্ষার্থীরা।