মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
বন্দরের কার্যক্রম বিঘ্নিত

চট্টগ্রামে প্রাইম মুভার-লরি চালকদের কর্মবিরতি

চট্টগ্রাম বু্যরো
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে প্রাইম মুভার-লরি চালকদের কর্মবিরতি
চট্টগ্রামে প্রাইম মুভার-লরি চালকদের কর্মবিরতি

চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার জেরে কর্মবিরতি পালন করেছে জেলা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

বুধবার সকাল থেকে কর্মবিরতিতে যান প্রাইম মুভার শ্রমিকরা। এর আগে মঙ্গলবার রাতে সীতাকুন্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালায়। পরে জেলা প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাইম মুভার শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নগরের কাস্টমস ও সল্টগোলা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেয় শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালক। ফলে রাস্তার দুপাশেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী গিয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভোর ৪টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে আবারও যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু বুধবার সকাল গড়াতেই তারা আবার চার দফা কর্মসূচি দিয়ে কর্মবিরতি শুরু করে।

নগরের সল্টগোলা ও কাস্টমস এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, পণ্যবাহী লরি সড়কের দুই পাশে দাঁড় করিয়ে কর্মবিরতি পালন করছেন চালক-সহযোগীরা। এতে বন্দর-পতেঙ্গা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকল প্রকার পণ্যবাহী গাড়ির বন্দরে প্রবেশ-বহির্গমন বন্ধ রয়েছে। অন্যদিকে, সড়কে গাড়ি রেখে কর্মবিরতি পালন করায় শিক্ষার্থী ও কর্মজীবীরা ভোগান্তিতে পড়েছেন। রাস্তার একপাশে সরু জায়গা দিয়ে বাস-সিএনজি-রিকশা চলাচল

করলেও গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুন্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে বিএম ডিপোর এক প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের কয়েকজন শ্রমিককে আটকে রাখা হয়। যারা হামলা করেছে তাদের বিচার করতে হবে। না হয় তারা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং চট্টগ্রাম বন্দরে কোনো গাড়ি ঢুকতে দেবেন না।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, 'ডিসি পার্ক বন্ধ হবে না হলে বন্দর বন্ধ থাকবে। আমাদের শ্রমিকদের যারা মারধর করেছে তাদের বিচার করতে হবে। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সাথে বসেনি। সীতাকুন্ড থানার ওসি বসলেও সমাধান দিতে পারেননি। তাই আমাদের শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে কর্মবিরতি অব্যাহত রেখেছে।'

চার দফা দাবির বিষয়ে আবুল খায়ের বলেন, 'শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে, আহতদের চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, ডিসি পার্কে প্রবেশের বিকল্প পথ ব্যবস্থা করতে হবে এবং সড়কে শ্রমিকদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে।'

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, হঠাৎ এই কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া কন্টেইনার জটের শঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, 'পণ্য পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়লে কন্টেইনার জটের একটা শঙ্কা তৈরি হবে। এছাড়া আমদানি ও রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হতে পারে। সবদিক বিবেচনা করে আমরা প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছি। দ্রম্নততম সময়ে তাদের সঙ্গে বসার পর বিস্তারিত জানাতে পারবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে