তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে। গত ৩ ফেব্রম্নয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে রূপগঞ্জের সার্বিক সহযোগিতায় বরাব বাসস্ট্যান্ড সংলগ্ন এবং রূপনগর, রুপসি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট 'কাবাব ঘর রেস্টুরেন্ট'-এর মালিককে ২০ হাজার টাকা এবং 'নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড'-এর মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট এবং জ্জ ইঞ্চি ডায়া বিশিষ্ট ১৫০ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি