তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালির আয়োজন করে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। উত্তরার গরিব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত কলেজের মেইন ক্যাম্পাস থেকে শুরু হওয়ার্ যালির নেতৃত্ব দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। শত শত ছাত্রছাত্রীর সঙ্গের্ যালিতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান প্রমুখ।
৩০ জানুয়ারি অনুষ্ঠিতর্ যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রছাত্রীদের বিভিন্ন স্স্নোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায়। 'আমরা তরুণ/উদ্ভাবনই আমাদের ভবিষ্যৎ', 'যেখানে তারুণ্য/সেখানেই সম্ভাবনা', 'সাহসের প্রতীকের নামই তারুণ্য', 'তারুণ্যের কন্ঠস্বর বদলে দিবে দেশ'। এসব স্স্নোগান মূলত তরুণদের মাঝে জেগে থাকা বৈষম্যহীন স্বনির্ভর দেশের কথা যার বাস্তবায়নও তরুণদের হাতে। সংবাদ বিজ্ঞপ্তি