বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিইউপি ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিইউপি ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিইউপি ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দু'দিনব্যাপী আয়োজিত ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের বিভিন্ন ইসু্যতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে শিক্ষা দান এবং তাদের চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করতে এ ফেস্টের আয়োজন করা হয়।

ফেস্টে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছয়টি ক্যাটাগরিতে যথাক্রমে শর্ট ফিল্ম, কসপেস্ন, স্ক্রিপ্ট রাইটিং, ডকুমেন্টরি, এড মেকিং এবং সিনে কুইজ প্রতিযোগিতায় ৪৫০ জন প্রতিযোগী অংশ নেন। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্‌বুব-উল আলম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ দশকের স্বনামধন্য বাংলাদেশী চিত্রাভিনেতা খাজা নাইম মুরাদ। অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে