বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে তারেক রহমানের শিক্ষা উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে তারেক রহমানের শিক্ষা উপকরণ বিতরণ
মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে তারেক রহমানের শিক্ষা উপকরণ বিতরণ

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী ও নাটোর জেলার তিন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে বই, কংকাল, আর্থিক ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শনিবার সকালে নাটোর জেলার লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী প্রার্থনা খাতুনের বাড়ীতে গিয়ে মেডিকেলে পড়াশোনার ১ সেট বই, ১ সেট কংকাল, এপ্রোন ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এরপর দুপুরে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) মেধাবী শিক্ষার্থী মো. নীরব আলীর বাড়ীতে গিয়ে মেডিকেলে পড়ার জন্য বই, বিভিন্ন শিক্ষা উপকরণসহ নগদ অর্থ উপহার দেন। সন্ধ্যায় রাজশাহী বাঘা উপজেলায় রংপুর মেডিকেলে উত্তীর্ণ প্রার্থনা খাতুনের বাড়িতে গিয়ে বই, কংকাল, এপ্রোনসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় ডা. রফিক বলেন, বিভিন্ন মেডিকেলসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নো পলিটিক্সের নামে ছাত্ররাজনীতি নিষিদ্ধের একটা পাঁয়তারা চলছে। জেন-জি জেনারেশনকে ছাত্র রাজনীতি বিমুখ করার সর্বোচ্চ চেষ্টা পূর্ব পরিকল্পনা মাফিক একটি গোষ্ঠী এগুলো করছে। অথচ এই জেন-জিরাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক পট পরিবর্তনের মুখ্য চালিকা শক্তি ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে