ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে ঢুকতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানোর তিনদিন পর তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রোম আদালতের আপিল বিভাগ।
শুক্রবার আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা 'লা রিপাবলিকা'।
প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের সময় আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। সোমবার তৃতীয়বারের মতো ৪৯ অভিবাসীকে পাঠানো হয় আশ্রয়কেন্দ্রে।
পরে অপ্রাপ্তবয়স্ক ও অসুস্থতার জন্য ৬ জনকে ইতালিতে ফিরিয়ে নেওয়া হলেও ৪৩ জন অভিবাসীকে থাকতে হয় আলবেনিয়ায়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশি নাগরিক।