এস এ ই ইউনিভার্সিটি কলেজ, অস্ট্রেলিয়া ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বাংলাদেশের মধ্যে ক্রেডিট ট্রান্সফার সংক্রান্ত এক সাইনিং এগ্রিমেন্ট সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উভয় প্রতিষ্ঠানের সভাকক্ষ থেকে শান্ত-মারিয়াম ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি'র অ্যাডভাইজার আবদুলস্নাহ আল মাসুদের পরিচালনায় ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে- উৎ. খঁশব গপগরষষধহ, এবহবৎধষ গধহধমবৎ, ঝঅঊ টহরাবৎংরঃু ঈড়ষষবমব ও শান্ত-মারিয়ামের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এই এগ্রিমেন্টে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শান্ত-মারিয়ামের পক্ষে মিনিস্ট্রি অব ফরেণ অ্যাফেয়ার্সের সেক্রেটারি ড. মো. নজরুল ইসলাম, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডীন প্রফেসর মোহাম্মদ মোবারক হোসাইন, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিওটি সেক্রেটারি শাকিল হোসেন ও ডেপুটি রেজিষ্ট্রার নাসিম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি