গ্রিন ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এসেম্বলীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান (রতন) প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, টেক্সটাইল বিভাগের চেয়ারপার্সন ও ডিসটিংগুইস্‌ড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থী ও উপস্থিত সকলের উপস্থিতিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি