চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার নিজস্ব পদ্ধতিতে 'ই' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ইউনিটে মোট আসন ৬০টি, বিপরীতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৭৫ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নে ২৪
নম্বর বরাদ্দ ছিল।
এছাড়াও ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া অঞ্চলভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের নানা সেবা দেন। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি, ওষুধ ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরকেও ধন্যবাদ সুশৃঙ্খলভাবে সবাইকে সহায়তা করার জন্য। আশা করি, আজকের মতো পরবর্তী পরীক্ষাগুলোতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে।'
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, 'আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য, যেসব উপকরণ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার আইনগত বৈধতা রয়েছে এমন উপকরণ দিয়ে সার্বিক সহায়তা করার চেষ্টা করেছি। ছাত্রশিবির সবসময় নিজেদের সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। আমরা চাই পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে কোনো প্রকার সমস্যা ছাড়া পরীক্ষায় অংশ নিতে পারে।'
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার বলেন, 'পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা গুচ্ছ থেকে বের হয়ে গেলাম। আজকের পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি ছিল।'