দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকালে নগরের সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি বাস ও তিন চাকার মহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন, জেলার পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন এবং নন্দীগ্রামে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এছাড়াও এদিন কুষ্টিয়া, চাঁদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হন। এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে বালু বহনকারী পিকআপ ভ্যানের চাপায় এক যুবক, টাঙ্গাইলের কালিহাতিতে এক মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক চিকিৎসক এবং ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুইজন নিহত হয়েছেন। প্রতিনিধি পাঠানো খবরে বিস্তারিত- রংপুর প্রতিনিধি স্থানীয়দের বরাতে জানান, নগরের সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি বাস ও তিন চাকার মহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম বলেন, 'মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মহেন্দ্রাকে চাপা দিয়ে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।' জেলার পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ যাত্রী। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ফাঁড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদিকা তালুকদার পরিবহণের একটি বাস যাত্রী নামাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসের একটি বাস সাদিকা তালুকদার পরিবহণের বাসের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে রংপুর এক্সপ্রেসের সামনে এবং সাদিকা তালুকদার পরিবহণের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় ৬-৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া রংপুরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় আরও এক পথচারী নিহত হন। তারও নাম-পরিচয় জানা যায়নি। নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও এক জন গুরতর আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টায় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে বালুবাহী ও মাছবাহী ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত শাহাবুর রহমানের (২৩) বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার কোতোয়ালি গ্রামে। গুরুতর আহত মিরাজ হোসেন (৩৫) এর ঠিকানা একই। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান। ফাঁড়ি থানা সুত্রে জানা গেছে, 'নাটোরের দিক থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে বগুড়ার দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় ট্রাক দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক শাহাবুর রহমান।' এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, 'ঘন কুয়াশার কারণে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। মরদেহ থানাতেই আছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।' ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া ঘোড়ামারা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জনের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন (৩২)। তিনি ভেড়ামারা উপজেলার গোলপনগরের কালাম মাস্টারের মেয়ে। অন্যজন অটোরিকশার চালক। তবে তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিল। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া ও চালক ঘটনাস্থলেই নিহত হন। চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার ফরিদগঞ্জে ডাক্তার দেখাতে গিয়ে বালু বহনকারী পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক যুবকের মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাগাদী চৌরাস্তা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫)। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামে। তিনি আবুল বাশার ভুঁইয়ার ছেলে। বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, 'ঘটনার সময় দ্রম্নতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক চাপা পড়েন এবং ঘটনাস্থলই তার মৃতু্য হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।' নিহতের আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, 'সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগাদী চৌরাস্তা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃতু্যর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং নিহতের মরদেহ শনাক্ত করেন।' চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, 'বালু বহনকারী পিকআপ ভ্যান মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।' কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, শুক্রবার ভোরে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপ?জেলার পুং?লি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রা?কিব মোলস্না (২৮) বরিশালের লাকু?টিয়া এলাকার রুহুল আমীন মোলস্নার ছেলে। এলেঙ্গা হাইও?য়ে পু?লিশ ফা?ড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুং?লি এলাকায় পৌঁছলে পেছন থে?কে এক?টি অজ্ঞাত প?রিবহ?নের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী রাকিব মোলস্না মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গ?াইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ জানান, ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল চালক চিকিৎসক নিহত হয়েছেন। এসময় একজন আহত হন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম অর্ঘ্য অমৃত মন্ডল (২৬)। তার আহত স্ত্রী প্রতিভা সরকার মিতুকে (২২) ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পত্তি সাতক্ষীরা থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে দ্রম্নতগামী একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ্য অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ বু্যরো, জানায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিঞার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিত পাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘুরতে বেরিয়ে দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দিগারকান্দা যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত সিএনজি চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।