বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাবেক রেলমন্ত্রীর ৩ দিনের রিমান্ড

পঞ্চগড় প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাবেক রেলমন্ত্রীর ৩ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে বাদীপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে