নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।
গুলির বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম জানান, 'রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির শব্দে ঘুম ভাঙে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলি জানালার গস্নাস ভেদ করে রুমের ভিতরে প্রবেশ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, 'সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ইতোমধ্যে থানায় জানানোর পর আমিসহ অফিসার ইনচার্জ সহকারী কমিশনার ভূমির বাসা পরিদর্শন করেছি।'
সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মো. জাকির হোসেন বলেন, 'সহকারী কমিশনারের (ভূমি) বাসায় গিয়ে দেখে মনে হচ্ছে এটি এয়ারগান অথবা খেলনা পিস্তলের গুলি। তবে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'