বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধীদের আমরণ অনশন কর্মসূচি

চট্টগ্রাম বু্যরো
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধীদের আমরণ অনশন কর্মসূচি

চট্টগ্রাম নগরের জামালখানে বিক্ষোভ সমাবেশ শেষে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সড়কে অনশনে বসেন তারা। এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরণ অনশনে বসার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, 'চব্বিশের রক্তক্ষয়ী জুলাই গণঅভু্যত্থানে মুক্তিকামী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকান্ড পরিচালনাকারী খুনি হাসিনাসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।'

রাসেল আহমেদ বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই- পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে; তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে না আমরা এখান থেকে উঠবো না। যে জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, মানবিক এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।'

প্রসঙ্গত,

গত ২৮ জানুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও 'অপশাসন-নির্যাতনের' প্রতিবাদে আগামী ১৬ ফেব্রম্নয়ারি ও ১৮ ফেব্রম্নয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর প্রেক্ষিতেই তারা আবারও রাজপথে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে