শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বৃহস্পতিবার অহ ঙাবৎারবি ড়ভ ইধংরপ অমৎরপঁষঃঁৎব শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটি এই বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণদের ১৮ মাস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি হয়েছে। এতে ১৮টি ডিসিপিস্ননের কৃষি শিক্ষাকে নতুন আঙ্গিকে, ছক, টার্মিনোলজি আর সামারি ইধংবফ করা হয়েছে। বইটি জুলাই বিপস্নবের সব বীরকে প্রতি উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি'র উপাচার্য় অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। সম্মানিত অতিথি ছিলেন শেকৃবি'র কৃষি অনুষদের সাবেক অধ্যাপক মো. ফজলুল করীম পিএইচডি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অফ সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ল্যাবের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, নবাব সিরাজ উদ দ্দৌলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি