বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সব ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান ইউজিসি সদস্যের

  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সব ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান ইউজিসি সদস্যের
সব ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান ইউজিসি সদস্যের

পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও যানবাহনসহ সব ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি অফিসে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে নারী সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শনসহ সবার প্রতি সহমর্মিতার মনোভাব নিশ্চিত করতে ইউজিসি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।

বৃহস্পতিবার ইউজিসি প্রাঙ্গণে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উলেস্নখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শপথবাক্য পাঠ কর্মসূচির আয়োজন করার নির্দেশনা দিয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শপথবাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে ইউজিসি'র সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা কোনোভাবেই নারী ও শিশু নির্যাতন না করা; নারী ও শিশু নির্যাতনে সহযোগিতা না করা; নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা এবং নির্যাতিত নারী ও শিশুদের সহেযোগিতা করার শপথবাক্য পাঠ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে