বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে : উপদেষ্টা শারমীন

  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে : উপদেষ্টা শারমীন
ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে : উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, 'এ দেশের ১৮ কোটি মানুষকে অশান্তি করে ভারত যেমন বাঁচতে পারবে না, তেমনি ভারতও একা চলতে পারবে না। ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে। তাহলেই ভারতের সঙ্গে সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং সুসম্পর্ক বজায় রাখতে পারব।'

বৃহস্পতিবার অফিসার্স ক্লাব ঢাকা মহিলা কমিটি কর্তৃক আয়োজিত ৫-৭ ডিসেম্বর বার্ষিক আনন্দ মেলা ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহিলা কমিটির সভানেত্রী সেলিনা আক্তার পপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা কমিটির সম্পাদক আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক ও কমিটির সদস্যরা।

উপদেষ্টা প্রধান অতিথির বক্তৃতায় অর্থনীতিতে আমাদের মেয়েদের উদ্যোগ প্রশংসনীয় উলেস্নখ করে বলেন, আমাদের দেশে নারীকেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এর ফলে ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। এটা দেশের জন্য বড় অর্জন। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার মাধ্যমে আমরা যেন আমাদের এই রাষ্ট্রের সম্ভাবনাকে এগিয়ে নিতে পারি এবং বঞ্চিত মানুষের বেঁচে থাকার অবলম্বনে সংবেদনশীল সামাজিক ব্যবসা ইকোনমিক চিন্তাধারায় একটি সুন্দর সমাজ গড়তে পারি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্র্বর্তীকালীন সরকার আমরা। এ অন্তর্র্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর সমাজ তথা দেশ গড়তে বদ্ধপরিকর। '৭১ আমাদের দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, মাটি দিয়েছে; কিন্তু কাঙ্ক্ষিত দেশ দেয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারিনি, কৃষকদের উন্নয়ন করতে পারিনি বলেই তার পরিণত হচ্ছে ২০২৪।'

পরে তিনি বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে