বাউবি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং যুব উন্নয়ন অধিদপ্তর (ডিওয়াইডি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান এবং বাউবির উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিশ্বব্যাংক অর্থায়িত ইকোনমিক এক্সেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি প্রকল্পের অধীনে ২০২৫ সালের শুরুতে বাউবিতে এসএসসি (কারিগরি) প্রোগ্রাম চালু করা হবে।
সমঝোতা সই অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, 'এই সহযোগিতা আমাদের শিক্ষার গণতন্ত্রীকরণ এবং উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে অবহেলিত সম্প্রদায়গুলোকে ক্ষমতায়ন করার মিশনে একটি মাইলফলক। প্রোগ্রামটি কারিগরি শিক্ষাকে উন্মুক্ত এবং দূরশিক্ষা পদ্ধতির সঙ্গে একীভূত করে সহজলভ্য, দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে।'
বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ ও ইএআরএন প্রকল্পের কোটিটিএল সাবাহ মঈন বলেন, 'প্রোগ্রামটি টেকসই যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বৈশ্বিক প্রতিশ্রম্নতির প্রতিফলন। বাংলাদেশে এমন একটি উদ্ভাবনী উদ্যোগে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।'
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, 'এই সমঝোতা স্মারক কেবল একটি চুক্তি নয়, বরং আমাদের যুবকদের ভবিষ্যতের প্রতি একটি প্রতিশ্রম্নতি। বাউবি'র সঙ্গে মিলে আমরা এই তরুণদের তাদের সক্ষমতা উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করব।'
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোসা. শিরিন সুলতানা, বাউবির ইএআরএন সেলের পরিচালক প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের ইএআরএন প্রকল্পের পরিচালক কাজী মোখলেছুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি