বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কোনো উদ্যোগই ঠেকাতে পারছে না ঢাকার বায়ুদূষণ। শুষ্ক মৌসুমের শুরু থেকে প্রায়ই দূষণের শীর্ষে উঠে আসছে তিলোত্তমা এই নগরীর নাম -ফাইল ছবি

ঢাকার বায়ুদূষণ বাড়ছেই। মঙ্গলবার সকালে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার স্কোর ছিল ১৮৬। বুধবার প্রায় একই সময়ে ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। এ মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বুধবার সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। এদিন বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল মিসরের রাজধানী কায়রো ও ইরাকের বাগদাদ। এই দুই শহরের স্কোর ছিল যথাক্রমে ২৪১ ও ১৮৯।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বুধবার ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৩২৬), ঢাকার মার্কিন দূতাবাস ২৮৬ ও গুলশান-২-এর রব ভবন।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মানমাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি। বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে