বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

এইচএসসির ফরম

পূরণ শুরু ২

মার্চ থেকে

ম যাযাদি রিপোর্ট

এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রম্নয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজগুলো অধ্যক্ষদের বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে।'

গত কয়েক বছরের রীতিতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একই দিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু করে। সব বোর্ডের জন্য ফরম পূরণ শুরুর তারিখ ২ মার্চ 'কার্যকর হবে' বলে তপন কুমার জানিয়েছেন।

আগামী জুন মাসের শেষের দিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। একই তথ্য জানিয়েছিলেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও। তারা বলেছিলেন ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।

নভেম্বরের দরেই

এলপিজি মিলবে

ডিসেম্বরে

ম যাযাদি রিপোর্ট

আন্তর্জাতিক বাজারে তারতম্য না হওয়ায় আগের মাসের দামেই ডিসেম্বরে মিলবে এলপিজি।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত মূল্যে দেখা যায়, বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নভেম্বর মাসের মতো ১৪৫৫ টাকা ঠিক করা হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, টানা তিন মাস ধরে এলপিজির দাম প্রায় একই রয়েছে। ডিসেম্বর ও নভেম্বর মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১২১ টাকা ২৫ পয়সা; যেখানে অক্টোবরে এই দর ছিল ১২১ টাকা ৩২ পয়সা। তাতে ১২ কেজির সিলিন্ডারের দাম মাত্র ১ টাকা হেরফের হয়েছে। নতুন নির্ধারিত মূল্যহার অনুযায়ী অন্যান্য পরিমাণের সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে।

ডিসেম্বর ও নভেম্বরে যানবাহনের জন্য ব্যবহৃত অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা। অক্টোবর মাসে এই দাম ছিল ৬৬ টাকা ৮৪ পয়সা।

আর রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের প্রতি কেজির দাম ১১৭ টাকা ৪৩ পয়সা ঠিক করা হয়েছে, যা অক্টোবরে ছিল ১১৭ টাকা ৪৯ পয়সা।

সৌদি আরমকোর ঘেষিত মূল্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে অক্টোবর মাসে এলপিজির মিশ্রণ প্রোপেন ও বিউটেনের দাম ছিল প্রতিটন ৬২১ দশমিক ৭৫ ডলার। নভেম্বরের মতোই ডিসেম্বরেও তা ৬৩১ দশমিক ৭৫ ডলার ঠিক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে