এক মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদু্যৎকেন্দ্র। শনিবার বিকালে এই বিদু্যৎকেন্দ্রে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
এর আগে কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুই ইউনিটের বিদু্যৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে কার্যক্রম চালু রাখতে বিদু্যৎকেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার এক বছরের জন্য ৩৫ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করার সিদ্ধান্ত নেয়। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী ১টি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদু্যৎকেন্দ্রের জেটিতে ভিড়ে।
এ সম্পর্কে বিদু্যৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচলন) মনোয়ার হোসেন মজুমদার বলেন, 'কয়লা সংকটের কারণে এক মাস ধরে এই কেন্দ্রে বিদু্যৎ উৎপাদন বন্ধ ছিল। শনিবার সোয়া চারটার দিকে আবারও বিদু্যৎ উৎপাদন শুরু হয়েছে। এতে প্রথম ইউনিট ৬০০ মেগাওয়াট ধারণক্ষমতা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৮০ ইউনিট উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।'
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একর জমিতে নির্মাণ করা হয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপ বিদু্যৎকেন্দ্র। বিদু্যৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত বছরের ১৮ ডিসেম্বর ও চলতি বছরের ২৮ আগস্ট দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যায়। কয়লা সংকটের কারণে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটের ৬০০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন। এরপর একই কারণে ৩১ অক্টোবর বিদু্যৎ উৎপাদন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটের আরও ৬০০ মেগাওয়াটের। এর আগে যান্ত্রিক ত্রম্নটির কারণে জুলাইতে দুই সপ্তাহ ওই বিদু্যৎকেন্দ্রে বিদু্যৎ উৎপাদন বন্ধ ছিল।