সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা বাহিনী সদস্যের হাত বিচ্ছিন্ন
\হচট্টগ্রাম বু্যরো
চট্টগ্রামে দায়িত্বপালনরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে আবু জাফর মুন্না (৩৫) নামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সিপাহির।
রোববার সকাল ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি রেল নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শহিদ উলস্নাহ নিশ্চিত করেন। সিপাহি আবু জাফর মুন্না অস্ত্র শাখায় কর্মরত।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, সকালে রেলস্টেশনে দায়িত্ব পালনকালে আবু জাফর এ দুর্ঘটনার শিকার হন। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পিছলে পড়ে ট্রেনের ইঞ্জিনের নিচে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
রেল নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শহিদ উলস্নাহ বলেন, আহত মুন্নার সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
\হযাযাদি ডেস্ক
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। রোববার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শনিবার রাতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৮৩২ মামলা
\হযাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৩২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা করে। এছাড়াও অভিযানে ২৩টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।