মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভাগ্যবদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির

নড়াইলে জামায়াতের আমির
স্টাফ রিপোর্টার, নড়াইল
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভাগ্যবদল হয়েছে তাদের সর্বনাশ হয়েছে জাতির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মিসভায় বক্তব্য রাখেন -যাযাদি

আগে ক্ষমতায় যারা ছিলেন তারা সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'তারা (ক্ষমতাসীন দলের নেতারা) বলেছিলেন, জাতির ভাগ্য বদলে দেবেন, দিন শেষে ভাগ্যবদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছেন। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকিয়েছেন। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে পাচার করেছেন। আমরা ওটা আর চাই না। তার আবার পুনরাবৃত্তি হোক, ওটা চাই না।'

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে সড়কপথে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সব মানুষের সমান অধিকার নিয়ে শফিকুর রহমান বলেন, 'আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না। দখলদারি হবে না। মানুষের ওপর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না। সবাইকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবেন। আমরা কারও শিক্ষা কিংবা পেশা দেখব না। আমরা দেখব আলস্নাহর সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। সেভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে।'

শফিকুর রহমান বলেন, 'প্রিয় দেশ, আমাদের সবার। দল, ধর্ম, বর্ণ ও ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এ দেশ আমাদের সবার। এ জন্য আমরা এমন একটি সহনশীল ও মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সবকিছু নির্বিশেষে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মর্যাদা এবং নিরাপত্তার সঙ্গে এ দেশে বসবাস করতে পারি। আমরা চাই, একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে যুবকদের হাত বেকারের নয়, কর্মীর হাত হবে।'

শফিকুর রহমান আরও বলেন, 'এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে পুরুষেরা যেমন ঘরে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারবেন অনুরূপভাবে আমার মায়েরা-বোনেরা-মেয়েরাও তাদের নিজস্ব আবাসে ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। কোনো জালেমের চোখ তাদের দিকে তাকানোর সাহস পাবে না।'

খুলনার সমাবেশ থেকে ফরিদপুর সমাবেশে যাওয়ার পথে তিনি নড়াইলের মালিবাগ ও লক্ষিপাশায় দুটি পথসভা করেন। এ সময় তার সঙ্গী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, খুলনা জেলা আমির মাওলানা মাহফুজুর রহমান। নড়াইলে পথসভায় জামায়াত আমিরকে স্বাগতম জানান জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির মো. জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুলস্নাহসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে