মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
কক্সবাজারে যায়যায়দিনের বর্ষপূর্তি অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন

যায়যায়দিন সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরি করবে

প্রতিনিধি সম্মেলনে হালিফ রাঈস চৌধুরী
যাযাদি রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যায়যায়দিন সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরি করবে
কক্সবাজারের একটি হোটেলে শনিবার প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী -যাযাদি

আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে দৈনিক যায়যায়দিনের বর্ষপূর্তি প্রতিনিধিদের মিলনমেলা শেষ হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী বলেছেন, যায়যায়দিন খুব অল্প সময় সেরাদের সেরা হ পৃষ্ঠা ১৫ কলাম ৬

হয়ে নিজের অবস্থান তৈরি করবে। পাঠকসমাদৃত এই পত্রিকাটি একদল সৎ, দক্ষ ও সাহসী কলমযোদ্ধাদের নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে।

যায়যায়দিনের ১৯তম বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পত্রিকাটিকে পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রতিনিধিদের দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এজন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি।

হোটেল সী ওয়ার্ল্ডে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন লোহাগড়া প্রতিনিধি মাওলানা আব্দুল জব্বার। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হালিফ রাঈস চৌধুরীর সহধর্মিণী আনিকা চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। যায়যায়দিনের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. রইছ উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, ব্যবস্থাপক (বিজ্ঞাপন) ইব্রাহিম খলিল স্বপন, প্রচার ব্যবস্থাপক বিলস্নাল হোসেন, কান্ট্রি ডেস্ক ইনচার্জ ময়মুনা আক্তার লীনা, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জোতিষ সমাদ্দার বাবু, অনলাইনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আবু জাফর মুহাম্মদ সোহেল, চট্টগ্রাম বু্যরো প্রধান সন্‌জীব নাথ, মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম, ময়মনসিংহ স্টাফ রিপোর্টার আবু সালেহ মুছা, দৃষ্টি অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, অংকুর অ্যাডভারটাইজিংয়ের স্বত্বাধিকারী মো. জসীম উদ্দিন, শিখড় অ্যাডভারটাইজিংয়ের স্বত্বাধিকারী মো. বায়েজিদ, বিশেষ প্রতিনিধি কাজী দ্বীন মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, কুমিলস্নার স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, রাজশাহীর বু্যরো প্রধান বদরুল হাসান লিটন, পটুয়াখালী জেলা প্রতিনিধি আবদুস সালাম আরিফ প্রমুখ।

উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্যে যায়যায়দিনের কাছ থেকে প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার নানা কথা ওঠে আসে। একটি বছরের কাজের মূল্যায়ন করে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দেশসেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরীসহ অতিথিরা।

এর আগে গত দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর গত ২৯ নভেম্বর প্রতিনিধিদের মেলবন্ধন শুরু হয় কক্সবাজারে। মূল অনুষ্ঠানের শেষদিন শনিবার সকালে হোটেল সী ওয়ার্ল্ডের সামনে থেকে যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হকের নেতৃত্বে পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা-উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সমুদ্র সৈকতে গিয়ে আনন্দ উলস্নাসে মিলিত হন সবাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা একে আপরের সঙ্গে পরিচিত হন এবং কুশলবিনিময় করেন। এরপর রোববার বর্ণাঢ্য এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে