শিক্ষার গুণগত মান বজায় রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলাম শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২২ এর ঢাকা সিটিতে অবস্থিত শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, নাজিম উদ্দিন রোড, সলিমুলস্নাহ ডিগ্রি কলেজ, ইস্পাহানী সরকারি কলেজ ও কেরানীগঞ্জ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় উপাচার্য অসধুপায় (নকল) অবলম্বনের দায়ে ২৮ (আটাশ) জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কঠোরভাবে সতর্ক করেন এবং নকল প্রবণতার অসৎ চিন্তা পরিহার করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিএ/বিএসএস প্রোগ্রামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের এই পরীক্ষাগুলো দেশব্যাপী ২৮৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী ১ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি