মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নৌবাহিনীর জাহাজ 'বানৌজা বিশখালী'র কমিশনিং

আইএসপিআর
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নৌবাহিনীর জাহাজ 'বানৌজা বিশখালী'র কমিশনিং
নৌবাহিনীর জাহাজ 'বানৌজা বিশখালী'র কমিশনিং

বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ 'বানৌজা বিশখালী'। এ উপলক্ষে ৩০ নভেম্বর খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।

বিশখালী নদীর নামে নামকরণকৃত 'বানৌজা বিশখালী' জাহাজটি ১৯৭৮ সালে নৌবাহিনীতে কমিশনিং-এর পর থেকে সব অপারেশনাল কর্মকান্ডে সফলতার সঙ্গে অংশ নিচ্ছে। দীর্ঘ ৩৬ বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি ২০১৪ সালে বাংলাদেশ নৌবাহিনী হতে ডি-কমিশন করা হয়। পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে ২ ডিসেম্বর ২০১৯ নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেয়িং করা হয়। ৪১তম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ 'বানৌজা বিশখালী' নির্মাণ শেষে গত বছরের ২২ নভেম্বর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

নব সংযোজিত জাহাজটির দৈর্ঘ্য ৫১.৬ মিটার এবং প্রস্থ ৭.৫ মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং একটি ৪০ মি. মি. বফর গান, দুইটি ১২.৭ মি. মি. হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সারভাইলেন্সর্ যাডার, জিপিএস, ইকো-সাউন্ডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।

নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ-রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বানৌজা বিশখালী নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক।'

জাহাজ নির্মাণ ও কমিশন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

এর আগে নৌবাহিনী প্রধান অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে কমান্ডার খুলনা নৌ অঞ্চল তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে