মিরপুরে গ্যাসের আগুন :খলিলের পর স্ত্রীর মৃতু্য
প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় রুমা নামের এক নারী মারা গেছেন। এর আগে মারা যান তার স্বামী খলিল।
জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, 'চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টায় রুমা মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন।'
৩২ বছর বয়সি রুমার শরীরের ২০ শতাংশ পুড়েছিল।
গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-বস্নকের এক বাসায় আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হয়।
দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।
গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।