মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সুবর্ণা মুস্তাফাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সুবর্ণা মুস্তাফাকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে

চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

বিশ্বস্ত সেই সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে