শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় বাণিজ্য

সম্প্রসারণের উদ্যোগ

ম যাযাদি ডেস্ক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) সম্পাদনের নেগোসিয়েশন শুরুর লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া 'ইপিএ নেগোসিয়েশন ল্যাংগুয়েজ সিরিমনি' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন ও

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইনকিউ চেওং আনুষ্ঠানিক নেগোসিয়েশন শুরুর ঘোষণা দেন।

এছাড়া, ইপিএ সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন

কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী জং ওয়ান পার্ক নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

লেক থেকে কিশোরের

অর্ধগলিত লাশ উদ্ধার

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউনে লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রিন মডেল টাউনের ই-বস্নক ২ নম্বর রোডের লেকের পানিতে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতনামা ওই কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার বয়স হতে পারে ১৪ বছর। কিশোরের পরনে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও সবুজ রঙের হাফ প্যান্ট।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এসআই বোরহানউদ্দিন বলেন, ধারণা

করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে কিশোরকে হত্যা করে

লেকের কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছে।

আজ গ্যাস থাকবে

না যেসব এলাকায়

ম যাযাদি ডেস্ক

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের কারণে দেশের বিভিন্ন স্থানে আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্র্যাঞ্চাইজ এলাকাভুক্ত মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এলাকার গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে