সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
আ'লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট এম মিজবাউর রহমান'র ২নং আমলী আদালতে সরকার পক্ষের আইনজীবীরা ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল ৯টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। বেলা ১০টা ৫০ মিনিটে আদালতে তার শুনানি কার্যক্রম শুরু হয়। শুনানিতে দু'পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, সাবেক ওই কৃষিমন্ত্রীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তার নিজ আসনের শ্রীমঙ্গল উপজেলায় জিআর ২৪৯/২৪ মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হয় চলতি বছরের ২৪ অক্টোবর। মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলার আলী সারকুল গ্রামের মো. মাক্কু মিয়া'র পুত্র মো. আব্দুল আহাদ।