শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

৫ সংস্কার কমিশন

প্রধানও পাবেন

বিচারপতির মর্যাদা

ম যাযাদি ডেস্ক

রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার আনতে অন্তর্র্বর্তী সরকার নতুন করে আরও যে পাঁচ কমিশন গঠন করেছে, সেই কমিশনগুলোর প্রধানরাও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা পাবেন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ নভেম্বর গঠন করা নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্থার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধানরা আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা সরকারি চাকরিতে নিয়োজিত নয়, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা এবং সরকারি চাকরিতে নিয়োজিতরা প্রতি সভার জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

তবে কমিশনপ্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোনো সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের প্রধানদের আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ-সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

গত ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। দুই দিন বাদে ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন।

বিসিএসের প্রশ্নফাঁস

বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

ম যাযাদি রিপোর্ট

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।

বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ৮ জুলাই সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার

করেছিল সিআইডি।

এ ঘটনায় পরবর্তী সময় মামলা হয়। মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে