শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়া থেকে অস্ত্র উদ্ধার

  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়া থেকে অস্ত্র উদ্ধার

সরকারের নির্দেশনা অনুযায়ী 'ইন এইড টু সিভিল পাওয়ার'র আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ভোরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় তলস্নাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে