ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো 'নবান্নে বাঙালিয়ানা'

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
.

গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্যময় ঐতিহ্যকে তুলে ধরতে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব 'নবান্নে বাঙালিয়ানা' অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)। অনুষ্ঠানটির প্রধান আকর্ষণে ছিল ৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফোক বা লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডিআইইউর 'চেঞ্জ টুগেদার' ক্লাব এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. লিজা শারমিন। এছাড়া স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক (ইনচার্জ) ও সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী এবং আয়োজক ক্লাবের আহ্বায়ক, সহ-আহ্বায়কসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন। জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ, তাহিয়া তাজিন খান আইশা এবং 'ভয়েল' টিম-এর অন্য সদস্যরাও এক বিশেষ আমন্ত্রণে এই আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল: আইইউবি মিউজিক ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, বিইউএফটি ফ্যাশন ক্লাব, নর্থ-সাউথ ইউনিভার্সিটি ফোক ক্রিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, নাট্যম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট কালচারাল সোসাইটি, ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (ইউসিসি)। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী ও সৃজনশীল পণ্য প্রদর্শনীর জন্য ডিআইইউ স্টার্টআপ মার্কেটের আয়োজন করা হয়। এছাড়া লোকজ সংগীত ও ঐতিহ্যবাহী নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। 'চেঞ্জ টুগেদার' ক্লাবের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার (সিনিয়র স্কেল) জাসিয়া মুস্তাফা বলেন, 'নবান্নে বাঙালিয়ানা' হলো বাংলার ঐতিহ্যের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এটি শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে বাঙালির সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন, ঐক্য এবং সৃজনশীলতার প্রতি অনুপ্রেরণা প্রদান করেছে। ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও মূল্যবোধের এই অভিব্যক্তি অংশগ্রহণকারীদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। সংবাদ বিজ্ঞপ্তি