সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভৈরবে ভাড়া বাসায়
মিলল বাবা-মা ও দুই
শিশু সন্তানের লাশ
ম যাযাদি ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রানীর বাজার শাহী মসজিদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা বিশ্বাস (২৬), ছেলে দ্রম্নব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের রানীর বাজার শাহী মসজিদ এলাকার একটি বাসায় চারজনের মরদেহ থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে বাসায় ফাঁসিতে ঝুলেছিল স্বামীর মরদেহ, মেঝেতে পড়েছিল স্ত্রীর গলাকাটা মরদেহ এবং বিছানায় ছিল ছেলে দ্রম্নব ও মেয়ে কথার মরদেহ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জনি বিশ্বাস নরসিংদী সদর উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও জীবিকার তাগিদে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সাগরে গভীর নিম্ন্নচাপ
ঘূর্ণিঝড় 'ফেইনজাল'
সৃষ্টির আশঙ্কা
বৃষ্টির আভাস, বন্দরে
দূরবর্তী সতর্কতা
ম যাযাদি ডেস্ক
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে 'ফেইনজাল'। নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। তবে, মঙ্গলবার পর্যন্ত নিম্ন্নচাপের প্রভাবে দেশে কোনো ধরনের আশঙ্কার পূর্বাভাস দেয়নি
আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।