রাজধানীসহ সারাদেশে স্বৈরাচারের দোসররা অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 'স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশে এখনো ষড়যন্ত্র করছে। তারাই দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় সক্রিয় রয়েছে। সবাইকে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। আমরা হয়তো অতীতে দেশ পরিচালনায় সবকিছু করতে পারিনি। তবে ব্যক্তি স্বাধীনতা, বাক-স্বাধীনতা কিছুটা হলেও নিরাপদ বিএনপির কাছে। সেই জন্য বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো সব কিছু করতে পারবে না কিন্তু ভালো কিছু করতে পারবে। এইটুকু বিশ্বাস আছে বলেই মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির ওপর মানুষ আস্থা রাখে।'
দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে সঠিক দায়িত্ব পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গওছের সভাপতিত্বে সকাল ১০টা থেকে শুরু হওয়া
এ কর্মশালা চলে বিকাল ৫টা পর্যন্ত। সিলেট বিভাগের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে করা কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। প্রশিক্ষণ টিমে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু।
সংকট সমাধানে জনসমর্থিত
সরকার প্রয়োজন :ফখরুল
এদিকে, দেশের চলমান সংকট সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।'
মঙ্গলবার রাজধানীর বনানীতে হোটেল লেকশোতে জয়নাল আবেদীনের লেখা 'তারেক রহমান :পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা হয়েছে বইটি।
মির্জা ফখরুল বলেন, 'সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভু্যত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।'
তিনি বলেন, 'সংবাদপত্রের ওপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি অস্থিতিশীল করছে।'
এসব কাজকে 'আত্মহননের পথ' উলেস্নখ করে এগুলো থেকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, 'শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভু্যত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের।'
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও শরিফুল ইসলাম ববি প্রমুখ।