শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আমাকে নিয়ে তার মূল উদ্দেশ্য সফল হয়েছে :তুরিনের মা

যাযাদি রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আমাকে নিয়ে তার মূল উদ্দেশ্য সফল হয়েছে :তুরিনের মা

'জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অথচ সাবেক সরকারের আমলে আমাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালিয়েছে তুরন আফরোজ। তাই গত প্রায় ১৫ বছর ধরে আমাকে এই অপবাদ বয়ে বেড়াতে হয়েছে। ফলে আমাকে নিয়ে তার মূল উদ্দেশ্য সফল হয়েছে।' সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের রিপোর্টার্স রুমের সামনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের মা সামসুন নাহার তাসলিম এ অভিযোগ করেন।

তিনি বলেন, 'জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় আমাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালায়। এ অপপ্রচার করে আমাকে কোণঠাসা করা হয় এবং সাবেক আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়। এখন নতুন সরকার এসেছে। ড. ইউনূসের সরকারের কাছে আবেদন আমার বাসা ফেরত দেওয়া হোক।'

তুরিন আফরোজকে অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকান্ডে বাধা দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সামসুন নাহার তাসলিম। নিজ মেয়ের কাছে নিগৃহীত হওয়ার কথাও জানান তিনি। তুরিন আফরোজের মা বলেন, 'এখানে-সেখানে ঘুরে বেড়াই। আমি আমার দেশ ছেড়ে এ বয়সে কেন বিদেশে পড়ে থাকব? এ দেশ আমার জন্মস্থান, আমার ৫০ বছরের সংসার এখানে। আমি তো এখানেই থাকতে চাই। আমি আমার সংসারে ফিরে যেতে চাই। আমার স্বামী মারা যাওয়ার ১৮ দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে